আরাফাত রহমান কোকো'র ৭ম মৃত্যুবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৭ পিএম, ২৮ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৪০ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র কনিষ্ঠ পুত্র এবং তারেক রহমান এর কনিষ্ঠ ভ্রাতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো'র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, ঢাকা ১৬ সংসদীয় আসনের অন্তর্গত (পল্লবী ও রূপনগর থানা) ৬টি ওয়ার্ডের অসহায় ও দুস্থদের মাঝে, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মিল্টন এর ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সন্ধ্যায় বাউনিয়া বাঁধ ৫নং ওয়ার্ডের ই ব্লক মসজিদ মাঠে অসহায় ও দুস্থদের মাঝে শফিকুল ইসলাম মিল্টন কম্বল বিতরণ করেন।
এ সময় শফিকুল ইসলাম মিল্টন সহ আরো উপস্থিত ছিলেন ঢাকা ১৬ সংসদীয় আসনের অন্তর্গত পল্লবী ও রূপনগর থানার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।