চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত
রউফুন নাহার রিনা সভাপতি জাহানারা বেগম সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৮ পিএম, ২৮ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:২২ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
মুক্ত বেগম খালেদা জিয়া ও মুক্ত গণতন্ত্র একই সূতোয় গাঁথা:মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন-২০২২ আজ শুক্রবার অনুষ্ঠিত হয়। ভি.জে স্কুল রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য রউফুন নাহার রিনার সভাপতিত্বে সম্মেলন শুরু হয় সকাল ১০টায়। সম্মেলনের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু, বিএনপির দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সদস্য সচিব মো:শরীফুজ্জামান শরীফ, মহিলা দলের পতাকা উত্তোলন করেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। পতাকা উত্তোলনের পর কবুতর উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন, কেন্দ্রীয় বিএনপির উপ কোষাধ্যক্ষ ও জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। বক্তব্যের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন চুয়াডাঙ্গা পৌর মহিলা দলের নেত্রী মোছা:স্বপ্না খাতুন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, শেখ হাসিনার অবৈধ সরকার জনধিকৃত হওয়ার পর এখন আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞার মুখে পড়েছে। একটি অথর্ব অথচ দূর্নীতিবাজ কেবিনেট দিয়ে কখনো দেশ পরিচালনা করা যায় না।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন কেবল বাংলাদেশের নেত্রী নন উনি অনন্য অসাধারণ উচ্চতায় নিজেকে মেলে ধরে বিশ্বনেত্রী হয়ে গেছেন। ভোট চুরি ডাকাতি করে ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গেছে, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে অচিরেই বাংলাদেশে জনবান্ধব গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।জাতীয়তাবাদী মহিলা দল আজ সারাদেশে সুসংগঠিত বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে সু-চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকতে বদ্ধপরিকর কেননা মুক্ত বেগম খালেদা জিয়া ও মুক্ত গণতন্ত্র একই সূতোয় গাঁথা। সম্মেলনের উদ্বোধক কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু বলেন, একজন মহীয়সী নারী যিনি দেশের তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, শুধুমাত্র জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে আজ সাজানো মামলায় তাঁকে বন্দী রাখা হয়েছে। চিকিৎসা পাওয়া নাগরিকের অধিকার হওয়া সত্ত্বেও একজন সিনিয়র সিটিজেনকে সু-চিকিৎসা দেওয়া হচ্ছে না। তিনি মহিলা দলকে আরো সুসংগঠিত হওয়ার তাগিদ এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আমরা আপোষহীন। প্রধান বক্তা কেন্দ্রীয় বিএনপির সহ ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক কেন্দ্রীয় মহিলাদলের সহ সভাপতি সাবেক সংসদ সদস্য এ্যাড:নেওয়াজ হালিমা আরলী বলেন, শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলকে সাহসী ভূমিকা রাখতে হবে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে।
সম্মেলনের বিশেষ অতিথি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব মো:শরীফুজ্জামান শরীফ বলেন, কমিটি জটিলতায় দীর্ঘদিন ধরে মহিলা দলের কার্যক্রম অনেকটা পিছিয়ে ছিল। আমরা জেলা বিএনপির দায়িত্ব পাওয়ার পর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন কে আরো গতিশীল করার দ্রুত উদ্দ্যোগ গ্রহন করি। তারই ধারাবাহিকতা হচ্ছে জেলা মহিলা দলের আজকের সম্মেলন।
তিনি মহিলা দলের উদ্দেশ্যে বলেন, জেলা বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে, আপনাদেরকে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে কাজ করতে হবে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার পরিচালনায় মহিলা দলের সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন, কেন্দ্রীয় মহিলা দলের খুলনা বিভাগীয় যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ফিরোজ বুলবুল কলি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড:তসলিমা খাতুন ছন্দা ও খুলনা বিভাগীয় কৃষি বিষয়ক সম্পাদক ফারিয়া আক্তার। চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সম্মেলনে জেলা কমিটির ০৫ জনের নাম ঘোষণা করা হয়। সভাপতি রউফুন নাহার রিনা, সাধারণ সম্পাদক জাহানরা বেগম, সিনিয়র সহ সভাপতি শেফালী খাতুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছালমা জাহান পারুল ও সাংগঠনিক সম্পাদক মোছা:নাসরিন আক্তার।