নেতাকর্মীদের উজ্জীবিত করতে ইউনিয়ন যুবদলের কর্মীসভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৪ পিএম, ২৮ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:১৬ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নেতাকর্মীদের উজ্জীবিত করতে কায়েতাপাড়া ইউনিয়নে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে কায়েতপাড়া ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় যুবদলের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রনেতা ফরহাদ ফেরদৌসের সভাপতিত্বে এবং সুমন ব্যাপারী ও সোহেল খানের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আবু মোঃ মাসুম, রুপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিম সরকার, আকতার হোসেন, মাহফুজুর রহমান ডালিম, মোঃ শাকিল, নীরব হাসান, নয়ন আহমেদ, শাহ আলম, সালাউদ্দিন, দীন ইসলাম পঞ্চু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তাসজিদ সীমান্ত, শফিকুল ইসলাম, খায়রুল বাশার মুন্না, মেহেদি হাসান পাপ্পু, জাহিদুল ইসলাম, জোনায়েত রাহি, রিপন হোসেন, সুমন, সোহাগ খন্দকার, সানবির খান প্রমুখ।
অনুষ্ঠানে আজিম সরকার বলেন, এই সরকার এখন আছে তাদের শেষ মুহুর্তে। বিশ্বের কাছে এখন তাদের কোন সম্মান নেই। দেশের মানুষের কাছে তো তারা যেতেই পারেনা। রাতের আধারের ভোট আর লাঠিয়াল বাহিনী এখন তাদের একমাত্র হাতিয়ার। আর বেশী সময় নেই, আমাদের নেতা তারেক রহমানের চুড়ান্ত ডাকের অপেক্ষায় আছি আমরা। তার ডাক পেলেই আমরা রাজপথে সর্বশক্তি নিয়ে দেশের মানুষকে নিয়ে ঝাপিয়ে পড়ে গণতন্ত্র ও তাদের ভোটাধিকার উদ্ধার করবো।