শার্শার জামতলায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায়
ঝিকরগাছার সাবেক ছাত্রদল নেতা রিপন নিহত! আহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৩ পিএম, ২৮ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:৫৮ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
যশোরের শার্শা উপজেলার জামতলায় মর্মান্তিক সড়কদূর্ঘটনায় ঝিকরগাছা পৌর ছাত্রদলের সদ্যবিদায়ী কমিটির অর্থবিষয়ক সম্পাদক রিপন হোসেন (৩৫) নিহত হয়েছে। নিহত রিপন হোসেন মনিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামের বাসিন্দা আমিনুর রহমান মেম্বারের পুত্র ও বেনাপোল রিপন ট্যান্সপোর্ট এজেন্সির প্রোপাইটর। দূর্ঘটনায় মারাত্বক ভাবে আহত হয়েছেন, ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান আশা (৩৫), কানারালী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নাজমুল ইসলাম (৩০) ও প্রাইভেটকার চালক টিটু মোহাম্মদ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকালে রিপন হোসেনসহ তার বন্ধুরা ঢাকা (মেট্টো-গ-১৯-৮২৭২) নং প্রাইভেটকার যোগে সাতক্ষীরা সুন্দরবন এলাকায় পিকনিকে যাচ্ছিল। পথিমধ্যে শার্শা উপজেলার জামতলা কারবালার সামনে পৌছলে একটি ট্রাক ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রতন হারিয়ে রাস্তার পাশের গাছে সজোরে ধাক্কা দেয়। এতে রিপন হোসেন ঘটনাস্থলে নিহত হয়। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। এদিকে সদা হাস্যউজ্জল সাবেক এই ছাত্রনেতা রিপনের মৃত্যূর খবর ছড়িয়ে পড়লে ঝিকরগাছা ও মনিরামপুর উপজেলার সিমান্তবর্তী এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। দলমত নির্বিশেষে হাজার হাজাার মানুষ রিপনের লাশ দেখতে তাদের বাড়িতে হাজির হয়।
মৃত্যুকালে রিপন স্ত্রী, একমাত্র শিশু কণ্যা, বৃদ্ধ পিতা-মাতাসহ অসংখ্য আত্মিয়-স্বজন রেখে গেছেন। শুক্রবার জুম্মাবাদ স্মরণপুর বাজার মোড়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রিপন হোসেনের লাশ দাফন করা হয়।
জানাজা পরিচালনা করেন, ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবার হুসাইন। এর আগে আবেগাপ্লুত হয়ে নিহত রিপনের স্মৃতিচারণ করেন, মরহুমের বৃদ্ধপিতা ইউপি সদস্য আমিনুর রহমান, রোহিতা ইউপি চেয়ারম্যান হাফিজউদ্দিন। জানাজায় কয়েক হাজার মানুষের উপস্থিতি লক্ষ্যকরা গেছে।