রংপুরে বিএনপি‘র গণতন্ত্র হত্যা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩২ পিএম, ২৭ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:২৫ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
রংপুরে গণতন্ত্র হত্যা দিবস পালিত হয়েছে। এ লক্ষ্যে মহানগর ও জেলা বিএনপি আলোচনা সভার আয়োজন করে।
আজ বৃহস্পতিবার বিকেলে মহানগর বিএনপি‘র সিনিয়র সহ সভাপতি সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান লাকু, যুগ্ম সম্পাদক রাশেদুন নবী বিপ্লব, কৃষক দল আহ্বায়ক লাবু, যুবদলের সহ সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, যুগ্ম সম্পাদক হিরা, রাজীব চৌধুরী, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মোকছেদুল আরেফিন রুবেল।
জেলা বিএনপি‘র সাধারন সম্পাদক রইচ আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ সভাপতি মামুনুর রহমান মামুন, রন্টু, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান রানা, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সাহাদত, স্বেচ্ছাসেবক দল জেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিপু প্রমূখ।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, ১৯৭৫ সালের ২৭ জানুয়ারী মহান মুক্তিযুদ্ধের চেতনা বহুদলীয় গণতন্ত্র হত্যা করে আওয়ামীলীগ দেশে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করে। সেদিন শুধু বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ(বাকশাল) বাদে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। দেশের সকল পত্রিকা বন্ধ করে শুধু ৪ টি পত্রিকা প্রকাশের অনুমতি দেয়া হয়। সেদিন আওয়ামীলীগ দেশে গণতন্ত্র হত্যা করেছিল।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রর্বতণ করেন। ফিরিয়ে দেন সংবাদ পত্রের স্বাধীনতা। বর্তমানেও আওয়ামীলীগ অঘোষিত বাকশাল কায়েম করে দেশ পরিচালনা করছে। বিরোধী দলের উপর তাদের জুলুম নির্যাতন সকল রেকর্ড ভঙ্গ করেছে। তাদের গণতন্ত্র হত্যার কথা এখন বিশ্ববাসী এখন জানে। জাতীয় জীবনে এই দিনটি কালো দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। তাই তাঁরা শাক দিয়ে মাছ ঢাকতে নানা নাটক করছে। এখনেই সময় এই নব্য স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে তিব্র প্রতিরোধ গড়ে তোলার। সে দিন আর বেশী দুরে নয় যে দিন আমরা জেলের তালা ভেঙ্গে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো।