জামালপুরে ২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যার কালো দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৮ পিএম, ২৭ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:০২ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
২৫ জানুয়ারি বাকশাল-গণতন্ত্র হত্যার কালো দিবস আখ্যা দিয়ে জামালপুরে আলোচনা সভা করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জামালপুর পৌর বিএনপির আহবায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, পৌর বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক মাইন উদ্দিন বাবুল, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সালেহীন মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান, জেলা তাঁতীদলের সদস্য সচিব মাসুদুর রহমান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন প্রমুখ।
বক্তারা আগামী দিনে গণতন্ত্র পুন:উদ্ধারের সকল আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার সুচিকিৎসার জন্য সরকারের কাছে দাবি জানান।