আরাফাত রহমান কোকো'র ৭ম মৃত্যুবার্ষিকীতে ঢাকা উত্তর বিএনপি'র শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৮ পিএম, ২৭ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৪১ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
আজ বৃহস্পতিবার, দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আধুনিক বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৬তম জন্মবার্ষিকী এবং শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো'র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি'র পূর্বঘােষিত চলমান কর্মসূচির অংশ হিসেবে দারুস সালাম থানা বিএনপি'র উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান কর্মসূচি পালিত হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহবায়ক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক ডাকসু ভিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এস এ খালেক এর পুত্র ও ঢাকা-১৪ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় এমপি প্রার্থী দারুস সালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এ সিদ্দিক সাজুর সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আনােয়ারুজ্জামান আনােয়ার, মােস্তফা জামান, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হক রিয়াজ, সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আহসান উল্লাহ চৌধুরী, হুমায়ুন। কবির রওশন, হাজী মােঃ ইউসুফ, মাসুদ কমিশনার, দারুস সালাম থানা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মৃধা, মিরপুর থানা বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মােঃ দেলােয়ার হােসেন দুলু, রুপনগর থানা বিএনপি'র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মােঃ মজিবুল হক, যুবনেতা আইয়ুব আলী, ছাত্রনেতা সােহেলসহ বিএনপি এবং সকল অঙ্গ ও সহযােগী সংগঠনের নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণের পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমান এর দীর্ঘ সুস্থ জীবন, মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনাসহ সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এস এ খালেক। এর জন্য দোয়া করা হয়।