ফেনীতে গণতন্ত্র হত্যা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১১ পিএম, ২৭ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৩৭ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
২৫ শে জানুয়ারী বাকশাল-গণতন্ত্র হত্যা কালো দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার ফেনী জেলা বিএনপির আয়োজনে বাকশাল-গণতন্ত্র হত্যা কালো দিবস পালিত হয়।
ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় ফেনী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় ফেনী জেলা,সদর উপজেলা,পৌর বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনায় বক্তারা বলেন, ১৯৭৫ সানের ২৫ শে জানুয়ারী বাকশাল কায়েম এর মধ্য দিয়ে এ দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়। তার খেসারত আমাদের আজও দিতে হচ্ছে।