জয়পুরহাটে জেলা বিএনপি'র উদ্যোগে বাকশাল, কালোদিবস ও গণতন্ত্র হত্যা দিবস পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০১ পিএম, ২৭ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:৪৩ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
জয়পুরহাটে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ২৫ শে জানুয়ারী বাকশাল ও গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির উদ্যোগে ষ্টেশনস্থ জেলা কার্য্যালয়ে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কেএম ওবায়দুর রহমান চন্দন, যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, ও আ: ওয়াহাব।
বক্তারা বলেন, ২৫ শে জানুয়ারী ১৯৭৫ সালে একদলীয় শাসনব্যাবস্থা চালু করেছিল এই আজকের নব্য বাকশাল আওয়ামীলীগ সরকার। আমরা এইদিনটিকে বাকশাল, কালো দিবস গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছি। বিএনপির প্রেসিডেন্ট শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জাতিকে বাকশাল থেকে মুক্তি দিয়েছিল। আজ আবার সংগ্রাম লড়াই করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করব ইশাআল্লাহ। অনুষ্ঠানে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।