মিরপুরে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৩ পিএম, ২৭ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:০০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুষ্টিয়ার মিরপুর ছাত্রদল কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার (২৬ জানুয়ারি) দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ জাহিদ আল সাবিত, সদস্য শামীম আহমেদ, সৈকত সহ মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান (চঞ্চল), পোড়াদহ কলেজ এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফিরোজ আহমদ নাঈম, মিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মুশফিকুর রহমান সজন, সদরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, ছাতিয়ান ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, বারুইপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি তুহিন, মিরপুর উপজেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা শামীম আহমেদ, ছাতিয়ান ইউনিয়ন ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা ইমরান খান, মিরপুর পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।