খালেদা জিয়া'র রোগমুক্তি ও আরাফাত রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভেড়ামারায় দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪২ পিএম, ২৬ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ১২:৪০ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
গুরুতর অসুস্থ বিএনপি'র চেয়ারপারসন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও মরহুম আরাফাত রহমান কোকোর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এর পক্ষে মোকারিমপুর একতা ক্লাবের মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোকারিমপুর ইউনিয়ন বিএনপি নেতা জান মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার সাবেক চেয়ারম্যান ও ভেড়ামারা থানা বিএনপি'র যুগ্ন সাধারন সম্পাদক শাহজাহান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শিহাবুল ইসলাম শিহাব, জাহিদুর রহমান জাহিদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক। মকলেছুর রহমান সবুজ, জীবন রহমান দুদু, উপজেলা কৃষক দলের সভাপতি মধু বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আতিয়ার রহমান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নিজাম উদ্দিন, ছাত্রদল নেতা স্বাধীন, শিবলু, সাকিব প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরিব ও দুঃস্থ মানুষের মধ্যে খাবার বিতরন করা হয়।