শাবি শিক্ষার্থীদের উপর হামলার বিচার ও ভিসির অব্যাহতির দাবিতে টাংগাইলে ছাত্রদলের অনশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৩ পিএম, ২৬ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:০৫ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ন্যায় বিচার, অমানবিক ভিসির অব্যাহতি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করণ, হল গুলোতে আবাসন সমস্যার সমাধান ও মানসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে পুলিশী বাধা উপেক্ষা করে জেলা ছাত্রদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ কবির সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এ বাতেন এর নেতৃত্বে টাংগাইল জেলা ছাত্রদলের প্রতিকী অনশন কর্মসূচি পালিত।
গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা ছাত্রদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সুমন বাপ্পি, আতিকুর রহমান সোহান, মোঃ সাব্বির হোসেন সম্রাট পাহেলী, মোঃ রাসেল মিয়া, লুৎফর রহমান চঞ্চল, মোঃ হাসান আলী, মোঃ রাকিব হোসেন, মোঃ জুলকার নাইম শিশির, মোঃ বেলায়েত হোসেন, মোঃ কায়সার রহমান লিমন, মীর নাঈম সহ জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য, সদর উপজেলা ছাত্রদল, শহর ছাত্রদল, সরকারি সা'দত কলেজ ছাত্রদল, সরকারি এম এম আলী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।