মরহুম আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকীতে খুলনায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫১ পিএম, ২৫ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৫৩ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপূত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৪ঃ৩০টায় খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত বায়তুল ফালাহ এতিমখানা ও মাদ্রাসা কমপ্লেক্সে তরুণ বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে দেড় শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে ভারী কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আগে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায়, অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ শারিরীক সুস্থতা কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এতিম শিশুদের নিয়ে দোয়া করা হয়।
খালিশপুর থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আবুল কালাম জিয়ার সভাপতিত্বে এবং নগর বিএনপি নেতা শেখ সাদীর সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি নেতাঃ স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, রেহেনা ইসা, শাহিনুল ইসলাম পাখি, বিপ্লবুর রহমান কুদ্দুস, মুরশিদ কামাল, শের আলম সান্টু, কাজী মিজানুর রহমান, শেখ ইমাম হোসেন, আব্দুল মতিন বাচ্চু, আনসার আলী, মশিউর রহমান খোকন, জাহিদুর রহমান রিপন, জাহিদুল হোসেন, রফিকুল ইসলাম, সালাম হাওলাদার, মুজিবুর রহমান, শেখ মিজান, সত্যানন্দ দত্ত, সাইফুর রহমান প্রমুখ।
যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ কেন্দ্রীয় যুবদলের খুলনা বিভাগীয় সহ সভাপতি ও খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, কাজী নেহিবুল হাসান নেহিম, মেহেদী মাসুদ সেন্টু, সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, জাহিদুর রহমান রিপন, বাবুল, ইঞ্জিঃ শাহিনউদ্দীন, গাজী সালাউদ্দিন, মঈনউদ্দিন নয়ন, আলামিন তালুকদার, সামাদ বিশ্বাস, খায়রুজ্জামান শামীম, লিটন, সেলিম, চুন্নু, সুমন, উজ্জ্বল, শাকিল প্রমুখ।
সেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ খুলনা মহানগর সেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ফারুক হিল্টন, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, জাহিদুল ইসলাম বাচ্চু, আলাউদ্দিন তালুকদার, শেখ মোতালেব হোসেন, সাইদুল ইসলাম তুহিন প্রমুখ।
ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ খুলনা জেলা ছাত্রদল সভাপতি আঃ মান্নান মিস্ত্রি, খুলনা মহানগর ছাত্রদল আহবায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি, আসিফুর রহমান, স্বপন রহমাতুল্লাহ, কাজী সালমান মেহেদী, আহমেদ ইমরান সালেহ সিফাত, আঃ সালাম, মোঃ রাজু, নুরুজ্জামান সাগর, শাকিল গাজী, মহিউদ্দীন তালিম, সৈয়দ মিজান, জামিউর রহমান অপূর্ব, আল আমিন প্রমুখ।
মহিলা দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ আজিজা খানম এলিজা, আনজিরা বেগম, বিউটি আক্তার, জাকিয়া সুলতানা প্রমুখ।