![Logo](https://www.aajkalpratidin.com/frontend-assests/img/logo.png)
![Logo](https://www.aajkalpratidin.com/frontend-assests/img/logo.png)
বগুড়ায় পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় হামলায় ছাত্রদলের অনশন কর্মসূচি পন্ড, জেলা বিএনপি অফিসে হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৮ পিএম, ২৫ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:৪৩ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
![Text](/assets/images/1643110689.jpg)
পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় হামলার ঘটনায় বগুড়ায় ছাত্রদলের প্রতীকী অনশন কর্মসূচি পন্ড হয়ে গেছে। এছাড়া ছাত্রলীগ কর্মীরা জেলা বিএনপি অফিসেও হামলা চালায়।
আজ মঙ্গলবার দুপুর সোয়া ১ টায় বগুড়া শহরের শহীদ খোকন পার্কে অনুষ্ঠিত ছাত্রদলের ঐ অনশন কর্মসূচিতে এই হামলার ঘটনা ঘটে।
জানাগেছে, পুর্ব ঘোষনা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে শহীদ খোকন পার্কে ছাত্রদলের প্রতীকী অনশন কর্মসূচি শুরু হয়।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান বলেন, সকাল থেকে আমরা শান্তিপুর্নভাবে কর্মসুচি পালন করে আসছি। কর্মসুচিটি পুর্ব ঘোষনা অনুযায়ী বেলা ৩টা পর্যন্ত চালানোর প্রস্ততি ছিল। দুপুর সোয়া ১টার দিকে ছাত্রলীগ নেতা মুকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ ক্যাডার অনশন কর্মসূচিতে অতর্কিতে হামলা চালায়। অনশন কর্মসূচি পন্ড হয়ে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা হামলাকারীদেরকে প্রতিহত করে। এসময় পুলিশ এসে ছাত্রদলের নেতাকর্মীদেরকে ধাওয়া করে এবং জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিবকে আটক করে। এছাড়া ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের নবাববাড়ি সড়কে বিএনপি অফিসেও হামলা চালায়।
এদিকে, জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক মুকুল ইসলাম বলেন, ছাত্রলীগ কোন হামলা করেনি। খোকন পার্ক সংলগ্ন নেসকো অফিসের গেটে আমিসহ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী চা পান করতে যাই। আমাদেরকে দেখে ছাত্রদলের সভাপতি আবু হাসান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর বক্তব্য দেয় এবং আমাদেরকে ধাওয়া করে। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে পাল্টা ধাওয়া দেয়।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তাজমিলুর রহমান বলেন, শহীদ খোকন পার্ক এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে রাকিব নামের ছাত্রদলের এক ছেলে পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেয়। পরে তাকে দলীয় নেতাদের হেফাজতে দেওয়া হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় বিএনপি অফিসের সামনে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ছাত্রলীগ দাবি করেছে তারা হামলা করেনি। ছাত্রদলের নেতাকর্মীরাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শ্লোগান দিয়ে তাদের ওপর হামলা করেছে। এনিয়ে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।