ফেনীতে ছাত্রদলের প্রতীকী অনশন কর্মসূচী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৬ পিএম, ২৫ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:৩৭ পিএম, ৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ফেনী সরকারী কলেজ, পৌর ও সদর উপজেলা ছাত্রদলের আয়োজন আজ মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ন্যায় বিচার, অমানবিক ভিসির অব্যাহতি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, হল গুলোতে আবাসন সমস্যার সমাধান, ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন এর দাবীতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের দাবী মেনে নিয়ে অনতিবিলম্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবী করেন। এ কর্মসূচীতে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একত্বতা প্রকাশ করে ফেনী সরকারী কলেজ, পৌর ও সদর উপজেলা ছাত্রদল।
অনশন কর্মসূচীতে ফেনী সরকারী কলেজ, পৌর ও সদর উপজেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।