নোয়াখালীতে আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৯ পিএম, ২৪ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০২:০৫ এএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা বিএপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আবদুর রহমান,জেলা বিএপি নেতা মাহবুব আলমগীর আলো, ওমর ফারুক টপি এবং বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের নেতৃবৃন্দ।।
আলোচনা সভা শেষে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও অসুস্থ দলীয় নেতা-কর্মীদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।