ইবিতে বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৫ পিএম, ২৪ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০১:৫৬ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’র ৭ম মৃত্যুুবার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের আয়োজনে আজ সোমবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ইবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান, পরিষদের সাধারন সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলী, ড. আলীনূর রহমান, ড. নজিবুল হক, ড. রফিকুল ইসলাম সহ বিএনপি পন্থী অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. আ স ম শোয়াইব আহমেদ।