নোয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের ১৩ ইউনিয়নে কমিটি বিলুপ্ত ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৪ পিএম, ২৪ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৮:৪১ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
নোয়াখালীর সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের ১৩টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ সোমবার সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ওমর ফারুক অভি ও সদস্য সচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নোয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের অন্তর্গত ১৩টি ইউনিয়নের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে বিভিন্ন পদের প্রার্থীদের তথ্য উপাত্ত ফরম সংগ্রহ ও পূরণ করে জমা দেয়ার জন্য বলা হয়েছে।
সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ওমর ফারুক অভি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সদর উপজেলার ১৩ টি ইউনিয়নে স্বেচ্ছাসেবকদলের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই দলীয় গঠনতন্ত্র অনুসারে সম্মেলনের মাধ্যমে পুনরায় ১৩টি ইউনিয়নে কমিটি গঠন করা হবে।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাবের আহমেদ বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটিগুলো ভেঙ্গে দেয়া হয়েছে। দলের দু:সময়ের ত্যাগী, সংগঠনের জন্য নিবেদিত, মেধাবী সাবেক ছাত্র নেতাদেরকে নিয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।