রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৩ পিএম, ২৪ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৩৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকীতে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে কোরআন খতম, দোয়া ও দুস্থদের মাঝে তোবারক বিতরণ করা হয়।
আজ সোমবার (২৪ জানুয়ারি) উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক জনাব মাহফুজুর রহমান রিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি'র আহবায়ক জনাব এরশাদ আলী ইসা, সদস্য সচিব মামুন-অর-রশিদ, রাজশাহী মহানগর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক,বজলুল হক মন্টু, কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য ও রাজশাহী মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মীর তারেক খালিদ, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, এছাড়া উপস্থিত ছিলেন শাহমখদুম থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ নাসিম খান, কাশিয়া ডাঙ্গা থানা যুবদলের আহ্বায়ক আনারুল ইসলাম, বোয়ালিয়া থানা পশ্চিম যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন বিপ্লব, বোয়ালিয়া থানা পশ্চিম যুবদলের যুগ্ম-আহবায়ক মির্জা ইমরুল মুন্না, আশরাফুজ্জামান সজীব, এ এইচ এম শফিক মাহমুদ তন্ময়, বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের যুগ্ম-আহবায়ক এস এম তৌহিদ দুর্লভ, শাহমখদুম থানা যুবদলের যুগ্ম-আহবায়ক সুমন সরদার, রবিন উল হাসান জাহিদ, রফিক, চন্দ্রিমা থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম জনি, তানভির আহমেদ হীরা, কাশিয়া ডাঙ্গা থানা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার, সুমন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি রানটু,বনি সহ বিভিন্ন থানা যুবদলের নেতৃবৃন্দ।