আরাফাত রহমান কোকো'র ৭ম মৃত্যুবার্ষিকীতে দক্ষিণ সুরমায় খতমে কোরআন, দোয়া ও শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৮ পিএম, ২৪ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১১:৫৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আরাফাত রহমান কোকোর ৭ম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে খতমে কোরআন, দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আব্দুস সালামের উদ্যোগে তার নিজ বাসবভানে এই খতমে কোরআন, দোয়া ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা এবং মরহুম শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন সিলেট জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি আফতাফ হোসেন সুমন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনির সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মকসুদুল করিম নোহেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, প্রধান বক্তারা বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি আফতাফ হোসেন সুমন।
সার্বিক ব্যবস্থায় ছিলেন, দক্ষিণ সুরমা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ব্যারিস্টার আব্দুস সালামের বড় ভাই হাবিবুর রহমান হাবিব।