রূপগঞ্জে কোকোর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১০ পিএম, ২৪ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৫৬ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে রূপগঞ্জ সদর ইউনিয়নের এমদাদুল উলুম দাখিল মাদ্রাসায় আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকীতে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুবদল নেতা আবু মোঃ মাসুমের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা যুবদলের ১নং সহ-সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন।
এতে আমিরুল ইসলাম ইমন বলেন, অবৈধ সরকারের অত্যাচার নির্যাতনে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন আরাফাত রহমান কোকো। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাই। এই সরকারের পতন না ঘটানো পর্যন্ত আমরা রাজপথেই থাকবো।
আবু মোঃ মাসুম বলেন, কোকোকে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার কারণে অবশ্যই সরকারকে জবাবদিহিতার মুখোমুখি করা হবে। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।
এসময় উপস্থিত ছিলেন যুবদলের শাফি মিয়া, কাজী শামিম, শাহাদাত হোসেন, সজল মিয়া, মোঃ রাজিব হাসান, সুমন বেপারী, নূর শাহিদ, আল আমিন, সোহেল ভূইয়া, শাহেদুল ইসলাম, মশিউর রহমান রুমি, হাবিজুল ইসলাম, আনিস মোল্লা,শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম সোহান, আকতার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান মাহমুদ, মেহেদী হাসান কাজী শান্ত, রিপন, যুগ্ম আহবায়ক নাসিম হোসেন প্রিন্স, মোঃ সোহেল মিয়া, রাজু আহমেদ, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব আকিব হাসান, আরিফ হাসান, গোলাম সারোয়ার সাজু, উমর সাঈদ প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে অত্র মাদ্রাসার সকল কোমলমতী শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারে ব্যবস্থা করেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা।