৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের সংক্ষিপ্ত স্মরণসভায় বক্তাগণ
ডিজিটাল স্বৈরাচারী অবৈধ সরকারের জুলুম-নির্যাতন আরাফাত রহমান কোকোর মৃত্যুর মূল কারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৮ পিএম, ২৪ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০২:৩১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
স্বাধীনতার ঘোষক, বিএনপি'র প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নারী ও শিশু অধিকার ফোরামের প্রতিষ্ঠাতা তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের প্রথম বিদ্রোহ স্থান চট্টগ্রাম নগরীর ষোলশহর বিপ্লব উদ্যান ও এর আশপাশের এলাকায় পথশিশু-সুবিধাবঞ্চিত দুঃস্থদের মাঝে খাবার বিতরণ এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
আজ সোমবার নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচির সভাপতিত্বে ফোরামের সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালীর পরিচালনা আরাফাত রহমান কোকো'র স্মরণে সংক্ষিপ্ত সভায় বক্তাগণ বলেন, শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন ও দেশকে অত্যাচারীর কবল থেকে মুক্ত করে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল স্তরের সার্বজনীন জনতাকে সদা জাগ্রত থাকার অনুরোধ জানিয়ে ডিজিটাল স্বৈরাচারী অবৈধ সরকারের জুলুম-নির্যাতন আরাফাত রহমান কোকোর মৃত্যুর মূল কারণ। অবশ্যই একদিন এই অন্যায়ের বিচার হবে। আজ দেশকে যে মৃত্যুপুরীতে পরিণত করেছে তার থেকে জাতিকে মুক্ত করতে হলে আমাদেরকে দেশে বিদেশে ঐক্যবদ্ধ সংগ্রাম প্রতিষ্ঠার কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ।
এতে আরো উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক এম. মনজুর উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য নারী নেত্রী মিসেস নাসিমা আলম, ডা. মেহেদী হাসান ইমাম, ফোরামের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত সদস্য সাজ্জাদ হোসেন খাঁন, ডা. ইয়াছিন আরাফাত, ফোরামের সদস্য আরশে আজিম আরিফ, মনির হোসেন আবির, আহমেদুল ইসলাম সাদ, মাহাফুজুর রহমান, আহমেদ সেহতাব, ফজলুল করিম, হাফেজ মুহাম্মদ মোস্তাফিজুর রহমান ইস্তফা, মোছাম্মৎ উম্মে সালমা ছুহি, আশিকুর রহমান প্রমুখ।