জয়পুরহাটে আরাফাত রহমান কোকো’র মৃত্যু বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪০ পিএম, ২৪ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১১:২৪ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
জয়পুরহাটে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কনিষ্ট পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় জয়পুরহাট শহরের ষ্টেশন রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ সামছুল হকের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওহাব, বিএনপি নেতা মতিয়র রহমান, সেলিম রেজা ডিউক, আবু বকর সিদ্দিক, মুশফিকুল আলম বুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জল, সদস্য সচিব শামস মতিন, মন্জুওে মওলা পলাশ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহেদা কামাল, জেলা যুবদলের সদস্য সচিব আদনান শাহরিয়ার, যুবদল নেতা শরীফুল ইসলামসহ বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা অসুস্থ খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসা দাবী করেন।
দোয়া মাহফিলে প্রয়াত আরাফাত রহমান কোকো’র মাগফেরাত কামনায় ও অসুস্থ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া তবারক বিতরণ করা হয়।