শাবিতে শিক্ষার্থীদের উপর হামলার ন্যায় বিচার ও ভিসির অব্যাহতি দাবীতে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪০ পিএম, ২৪ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৪৩ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ন্যায় বিচার, অমানবিক ভিসির অব্যাহতি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করণ, হলগুলোতে আবাসন সমস্যার সমাধান ও মানসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করার দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচি ঘোষণা।
বিদ্যমান অবৈধ অগণতান্ত্রিক সরকারের পদলেহী ভিসি ও বাকশালি পুলিশ কর্তৃক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ন্যায়সঙ্গত দাবি আদায়ে আন্দোলনরত নিরীহ শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি ও বর্বর হামলার প্রতিবাদে ও আন্দোলনরত শিক্ষার্থীদের দাবীর প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
কর্মসূচিঃ
(১) আগামী ২৫-০১- ২০২২ ইং, রোজ মঙ্গলবার, দেশের সকল জেলা, মহানগর ও জেলা সমমান শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত 'প্রতীকী অনশন' কর্মসূচি পালন করবে। একইভাবে ছাত্রদলের প্রতিটি উপজেলা, থানা, পৌরসভা ও উপজেলা সমমান শিক্ষা প্রতিষ্ঠান ইউনিট স্ব স্ব উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সকাল ৯টা থেকে বেলা ৩ টা পর্যন্ত 'প্রতীকী অনশন' কর্মসূচি পালন করবে।
(২) আগামী ২৮-০১-২০২২ ইং, থেকে ৩০-০১-২০২২ ইং পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি ও তাদের যৌক্তিক দাবীর স্বপক্ষে সারাদেশে ছাত্রদলের প্রতিটি ইউনিটে গণস্বাক্ষর সংগ্রহ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ঘোষিত কর্মসূচি পালন করার জন্য সংশ্লিষ্ট ইউনিটের সকল নেতা-কর্মীদের আহবান জানিয়েছেন।