তৃণমূলে কর্মী সম্মেলনে চাঙ্গা হচ্ছে বিএনপি : আক্তারুজ্জামান বাচ্চু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০১ পিএম, ২৩ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৯:২৬ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
দীর্ঘ নয় বছর পর গতকাল কর্মী সম্মেলন হলো গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা যুবদলের। বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও মাথায় ব্যাজ, টুপি পরে শ্লোগান দিতে দিতে যুবদলের নেতৃত্ব প্রত্যাশী নেতা-কর্মীরা সম্মেলনে অংশগ্রহণ করায় দিন গড়িয়ে রাত অবধি চলেছে কর্মী সম্মেলন। যুবদলের কর্মী সম্মেলন ও দীর্ঘদিনের প্র্ত্যাশিত “নতুন কমিটি” ঘিরে ইউনিটগুলোর পদ প্রত্যাশী নেতা-কর্মীরা সংগঠনের পাশাপাশি ব্যক্তিগত জনপ্রিয়তা প্রদর্শনে শোডাউন করায় বিভাগীয় টিমের নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দের কমিটি গঠনে সহায়ক হচ্ছে।
তাছাড়া কর্মী সভাগুলো কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে এক ধরনের সেতু বন্ধন তৈরি হচ্ছে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পূণরুদ্ধারের সংগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের “ Take Back Bangladesh “ শীর্ষক আলোচনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বক্তব্যে নেতা-কর্মীরা উজ্জীবিত হচ্ছে।
সবচেয়ে গুরুত্বপূ্র্ণ ও লক্ষণীয় বিষয় হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাঁর সুনিপুণ সাংগঠনিক দক্ষতায় আওয়ামী জামানায় রাজনীতিকে অন্ধকার গলি পথ থেকে তৃণমূলে নিয়ে গেছেন, রাজপথে গড়িয়েছেন। জননেতা তারেক রহমানের সরাসরি তত্বাবধানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন ইউনিটগুলোর সম্মেলনে তৃণমূল নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচিত হওয়ায় জনপ্রিয়তা যাচাইয়ের পাশাপাশি ভোটে হেরে গিয়েও নির্বাচিত নেতৃত্ব নিয়ে আর কারো দুঃখ, ক্ষোভ ও হতাশা থাকছে না। কিছু কিছু জায়গায় কমিটি গঠনে তদবির, হস্তক্ষেপ বা অন্য সমালোচনা যে নেই তা বলা যাবে না।
তবে লক্ষণীয় বিষয় হলো, আগে বছরের বছর পেরিয়ে যুগ পড়ে থাকতো একই কমিটি, এতে সংগঠনে এক ধরনের স্থবিরতাও তৈরি হতো। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান কমিটিগুলোর কার্যক্রম মনিটরিং করায় বেশীরভাগ ক্ষেত্রেই নিদৃষ্ট মেয়াদে কমিটি হওয়ায় যোগ্যতা ও জনপ্রিয়তা যাচাইপূর্বক নতুন নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান, যুবদলের ময়মনসিংহ বিভাগীয় টিম ও জেলা যুবদলের নেতৃবৃন্দ ও যুবদলের সর্বস্তরের নেতা-কর্মীদের ধন্যবাদ জানাই আন্দোলনের ভয়ে, করোনার অজুহাতে রাজনীতিকে হিমাগারে পাঠানোর সরকারের কূটকৌশলকে পরাভূত করে স্থানীয় আওয়ামী যুবলীগের প্রবল বাধা, কাপুরুষোচিত হামলায় নেতা-কর্মী আহত হওয়া সত্বেও গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা যুবদলের কর্মী সম্মেলন সফলভাবে সম্পন্ন করায়।
দলের প্রতি আনুগত্য ,ত্যাগ, জনপ্রিয়তা, বিগত রাজনৈতিক কর্মকান্ড বিবেচনাপূর্বক সমন্বয়ের মাধ্যমে দ্রুততম সময়ে গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানাসহ ইউনিট কমিটিগুলো ঘোষণা করলে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের মতই অধীনস্থ প্রত্যেকটি ইউনিটগুলো ক্রমশ আরও শক্তিশালী হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।