শ্রীপুরে নবগঠিত পৌর বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৪ পিএম, ২৩ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১২:৪৫ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
গাজীপুরের শ্রীপুরে নব গঠিত পৌর বিএনপির মত বিনিময সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৩ জানুয়ারি) বেলা ১১.০০ ঘটিকায় উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভার শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও গাজীপুর সিটির সাবেক মেয়র, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম.এ মান্নানসহ সকলের সু-স্বাস্থ্য ও রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহবায়ক এড. কাজী খানের সভাপত্বিতে ও সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস.এম রুহুল আমিন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুমায়ুণ কবির সরকার, নাহিন আহমেদ মোমতাজী, শাহজাহান চঞ্চল, এস.এম আবুল কালাম আজাদ, ডা: আব্দুস ছালাম, আবুল হোসেন প্রধান,সাফায়েত হোসেন আকন্দ. হান্নান মিয়া, মারুফ আহমেদ, প্রফেসার সেলিম আহমেদ, খোকন প্রধান।
এ সময় আরোও বক্তব্য রাখেন, পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি, ইজ্জত আলী ফকির, আলমগীর হোসেন, আব্দুল বাতেন, আফাজ উদ্দিন মন্ডল, হাজী মহসিন, রফিক উদ্দিন, মোবারক হোসেন তুহিন, মাহমুদুল হাসান আলাল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক- রফিকুল ইসলাম, নাসির মৃধা, এমদাদ হোসেন মন্ডল, কবির হোসেন সরকার, জসিম উদ্দিন, হাজী নিজাম উদ্দিন, ফজলুল হক, আব্দুল আলীম প্রমুখ।