জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বগুড়ায় যুবদলের দোয়া, কম্বল বিতরন ও আলোকচিত্র প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০১ পিএম, ২২ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৮:০৩ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় জেলা যুবদলের দোয়া মাহফিল, কম্বল বিতরন ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ জানুয়ারি) বিকালে দলীয় কার্যালয়ে বগুড়া জেলা যুবদল আয়োজিত শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৬তম জন্মবার্ষিকীতে বগুড়া জেলা যুবদলের দোয়া মাহফিল, কম্বল বিতরন ও চলচ্চিত্র প্রদর্শনী করা হয়।
জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বাবি তালুকদার বেলাল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, এম আর ইসলাম স্বাধীন, তৌহিদুল আলম মামুন, খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাহিন, মমিরুজ্জামান মনি, শহর যুবদরের আহবায়ক আহসান হাবিব মমি, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ সুজন, সদস্য সচিব আদিল শাহরিয়ার গোরর্কি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান।