খুলনায় দ্বিতীয় দিনের মতো বিএনপি নেতা বকুলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৫ পিএম, ২২ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০২:১৩ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্ত অসহায় মানুষের পাশে দাড়ানোর মহান ব্রত নিয়ে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে দ্বিতীয় দিনের ন্যায় দুস্থ, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত ৮নং ওয়ার্ডের কমিউনিটি কার্যালয়ের সামনে তরুণ বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় ওয়ার্ডের দুস্থ, অসহায়, কর্মহীন শীতার্ত দেড় শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে ভারী কম্বল বিতরণ করা হয়।
এনিয়ে বিগত দুই দিনে দুটি ওয়ার্ডে প্রায় আড়াই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হলো। যা পর্যায়ক্রমে তার নির্বাচনী আসন খুলনা-৩ এর বাকিসব ওয়ার্ড এবং ইউনিয়নে বিতরণ করা হবে।
এর আগে মহান স্বাধীনতা যুদ্ধে জেড ফোর্সের সর্বাধিনায়ক, সার্কের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফিরাত কামনায়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, অসুস্থ বেগম খালেদা জিয়ার পূর্ণ শারিরীক সুস্থতা কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া করেন।
৮নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাসানুল্লাহ বুলবুলের সভাপতিত্বে এবং খালিশপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুসের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি, প্রবীণ বিএনপি নেতা স ম আব্দুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি নেতাঃ শেখ জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, আবুল কালাম জিয়া, শেখ সাদী, জাহিদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, আব্দুস সালাম, শামসুজ্জোহা ডিয়ার, মোকসেদ আলী, আব্দুর রব, ইসমাইল, শেখ মিজানুর রহমান মিজান, সত্যানন্দ দত্ত প্রমুখ।
যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ কেন্দ্রীয় যুবনেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সাইফুল ইসলাম সান্টু, ইঞ্জিঃ শাহিন উদ্দীন, সেলিম হোসেন, মঈনউদ্দিন নয়ন, আলমগীর তালুকদার, সামাদ বিশ্বাস, নাজমুল হোসেন বাবু, খায়রুজ্জামান শামীম প্রমুখ।
সেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ মুনতাসির আল মামুন, জাহিদুল ইসলাম বাচ্চু, আলাউদ্দিন তালুকদার, মুশফিকুর চৌধুরী জনি, ফরিদুল ইসলাম, সাইদুল ইসলাম তুহিন, মোঃ খোকন প্রমুখ।
ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ কাজী সালমান মেহেদী, আহমেদ ইমরান সালেহ সিফাত, মোঃ হানিফ আকাশ, মমিন, সাগর, শাকিল প্রমুখ।