শ্রীপুরে বেগম খালেদা জিয়া ও এমএ মান্নানের রোগমুক্তি কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৯ পিএম, ২২ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০১:১৯ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
গাজীপুরের শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী অধ্যাপক এমএ মান্নানের রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ জানুয়ারি) বাদ আসর শ্রীপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন-সম্পাদক রাজিবুল আলম বেপারীর সভাপতিত্বে স্বেচ্ছাসেবকদল নেতা নজরুল ইসলাম মিলন ও রাশেদুল ইসলাম নয়নের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ভাওয়াল গড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন প্রধান, শেখ মারুফ, জেলা ওলামাদলের আহ্বায়ক ক্বারী সিরাজুল ইসলাম, সদর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খোকন, উপজেলা ওলামা দলের সভাপতি মোখলেস উদ্দিন কফিল, উপজেলা জামায়াতে ইসলামীর সূরা সদস্য মোবারক হোসেন শ্যামল, জেলা যুব দলের সহ-সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ওবায়দুর রহমান সোহেল মন্ডল, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, সদস্য সচিব আবু তাহের প্রধান, পৌর শ্রমিকদলের সভাপতি আমান উল্ল্যাহ্, সদর যুবদল নেতা রমজান মেম্বার, শ্যামল, স্বেচ্ছাসেবকদল নেতা আরাফাত বেপারী, মাহবুবুর রহমান, সারফুল ইসলাম, ছাত্রদল নেতা এরশাদ সরকার, আসাদুজ্জামান, মাসুম আহমেদ, নাজমুল ইসলাম, মামুন ফরাজী, মাহফুজ সরকার, আল আমিন মোল্লা, শরাফত হোসেন, হেলাল প্রধান, মাহবুব আলম, মিথিন মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন, পৌর ওলামাদলের সভাপতি ক্বারী ইব্রাহিম।