নবাবগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৮ পিএম, ২২ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৩৭ পিএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের ঘোড়া মার্কা প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আইয়ুব মোল্লার বাড়িতে হামলা ও ভাঙচুর মারধরের অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আলীমোর রহমান খান পিয়ারার ছেলে তানভীরের নেতৃত্বে একদল যুবক এ হামলা করেছে বলে অভিযোগ করেছেন ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আইয়ুব মোল্লা।
এ ঘটনায় প্রার্থীর বৃদ্ধ মা ও ভাতিজা সহ পরিবারের আরেকজনকে মারধর করা হয়েছে বলে জানান তিনি।
আইয়ুব মোল্লা অভিযোগ করে বলেন, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন তিনি। এ সুযোগে শিকারীপাড়ার বিষমপুর তার নিজ বাড়িতে ঢুকে বাড়ির আসবাবপত্র ও দুটি মটরসাইকেল ভাঙচুর করে নৌকার প্রার্থীর ছেলে তানভীর ও তার সহযোগীরা। এসময় নির্বাচন থেকে সরে যেতে প্রাণনাশের হুমকিসহ পোষ্টারে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলীমোর রহমান খান পিয়ারা জানান, ওই সময় আমার ছেলে আমার সাথে নির্বাচনী একটি মিটিংয়ে ছিল,সে কি করে তখন তার বাড়িতে গেল। এটা সম্পূর্নভাবে রাজৈনতিক ফায়দা নেওয়ার চেস্টা মাত্র। তাদের বাড়িতে কোন হামলা বা ভাঙচুর হয়নি এটা তাদের সাজানো নাটক।
তিনি বলেন আমার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে ভোটে হেরে যাবেন নিশ্চিত জেনে আয়ুব মোল্লা আমার ছেলের উপর দোষ চাপিয়ে এ সব করছে।
আলীমোর রহমান খান পিয়ারার ছেলে তানভীর বলেন, আমি বাবার সাথে মিটিং এ ছিলাম। কাল বিষবপুরের ঐ পাশে আমি যায়নি। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ষড়যন্ত্র।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।