"বাঁশের লাঠি তৈরী করে আন্দোলনের প্রস্তুতি নিন'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪২ পিএম, ২২ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১২:৩৪ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঘরে ঘরে বাঁশের লাঠি তৈরী করে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল খালেক হাওলাদার। তিনি বলেন, অবৈধ দখলদার সরকার পতনের দ্বারপ্রান্তে। ঐক্যবদ্ধ ভাবে ধাক্কা দিলেই শেষ। এ জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।
দু:শাসনের বেশি দিন নেই উল্লেখ করে যুবনেতা আব্দুল খালেক হাওলাদার আরও বলেন, রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে। অচিরেই রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে দেশকে অবৈধ দখলদার মুক্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।
আজ শনিবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় হালুয়াঘাট নাগলা বাজারে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা ও পৌর যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিকে কর্মী সভা শুরুর আগে পুলিশ বাঁধা দিয়ে সভাস্থল থেকে নেতাকর্মীদের সরিয়ে দেয়। পরে পুলিশের বাঁধা উপেক্ষা করেই নির্ধারিত স্থানেই সভা করেন যুবদল নেতারা।
এ সময় উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের বিভাগীয় সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আ: সবুর কামরুল, সহ-সাধারন সম্পাদক শামসুর রহমান শামসু, রুকনুজ্জামান সরকার রুকন, সহ-সাংগঠনিক কামরুল হাসান তালুকদার, হাসান আল মামুন লিমন, খসরুজ্জামান জিএস শরীফ।
এতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ, উত্তর যুবদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াইজুল হক বিপ্লব, সৈয়দ তৌফিকুল ইসলাম প্রমূখ।
সভা শেষে পদ প্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে যুবদলের ফরম বিতরন করা হয়।