পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দল নেতা আটকের প্রতিবাদে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক এর নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৮ পিএম, ২২ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০২:৫২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
গতকাল রাত ১০টায় পঞ্চগড় সদর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম খলিলকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, "জনগণের ঘাড়ে জোর করে চেপে বসা বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতারের মনুষ্যত্বহীন যে সংস্কৃতি জোরদার করেছে তাতে এটি নিশ্চিত করে বলা যায়-আওয়ামী লীগ দেশের একচ্ছত্র প্রভু হয়ে থাকতে চায়। সরকার দেশকে বিএনপিশূণ্য করতে বেপরোয়া অমানবিকতায় মেতে উঠেছে। জনকল্যাণ নয়, বরং দাম্ভিকতা ও মিথ্যার বেসাতি করে জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের গ্রেফতার ও কারান্তরীণের মাধ্যমে দেশটাকে এখন নরকে পরিণত করেছে সরকার।
পঞ্চগড় সদর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম খলিল রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। এধরণের অপকর্মের উদ্দেশ্যই হচ্ছে-সরকারের ভয়াবহ দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কেউ যেন প্রতিবাদী হতে সাহস না পায়।
এই অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত এদেশের মানুষের মুক্তি আসবে না, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে না। তাই দলমত নির্বিশেষে সকলকে বর্তমান ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানাই।
আমরা অবিলম্বে পঞ্চগড় সদর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম খলিল এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।"