টঙ্গীতে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২০ পিএম, ২১ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:৪২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
টঙ্গী পূর্ব থানা যুবদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (২১ জানুয়ারি) বাদ আসর এতে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, গাজীপুর মহানগর যুবদলের সহশ্রম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মোড়ল, মহানগর যুবদল নেতা মো. আলাউদ্দিন, আনোয়ার হোসেন, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা আবুল কালাম, আবুল হোসেন, দেলোয়ার হোসেন, মো. মবিন হোসেন বাবু , জুয়েল মিয়া, শ্যামল পলাশ, হানিফ মিজি, আব্দুল খালেক, শাজাহান মিয়া, মমিন ফকির অপু, মো. বাদল, মাসুদ মিয়া, তারেক হোসেন, হাজী সোলেমান, আনোয়ার শেখ, মামুন পাটুয়ারি, শহীদুল ইসলাম, সাইদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ইমন, সাদেক হোসেন সোহেল, সাকিব হোসেন সবুজ, হাবিবুর রহমান হাবিব, মো. কাওসার, রোমান মিয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা, অবিলম্বে বেগম জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবী জানান।