বিএনপি নেত্রী বিলকিস জাহানের মাতা জাহানারা বেগমের মৃত্যুতে মির্জা ফখরুলের শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫২ পিএম, ২১ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:০২ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন এর মাতা জাহানারা বেগম বার্ধক্যজনিত কারণে গতরাত ২-১০ মিনিটে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। জাহানারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, "বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন এর মাতা জাহানারা বেগমের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত হয়েছি। মরহুমা জাহানারা বেগম ছিলেন একজন পরহেজগার ও দানশীল মহিলা। তিনি এলাকার দুঃস্থ মানুষদের সবসময় সাহায্য-সহযোগিতা করতেন, এজন্য তিনি এলাকাবাসীর নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।
একজন দায়িত্বশীল মাতা হিসেবে মরহুমা জাহানারা বেগম তার সন্তানদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুমাকে বেহেস্ত নসীব এবং শোকে ম্রিয়মান পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
আমি জাহানারা বেগমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।"