মালয়েশিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৪ পিএম, ২১ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:০৬ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে মালয়েশিয়া বিএনপি ও অঙ্গসংগঠন।
গত বুধবার কুয়ালালামপুরের কোতারায়ার বাংলা মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে জন্মবার্ষিকী পালন করা হয়।
মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন, মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ, এম জে আলম ,সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, প্রচার সম্পাদক এসএম বশির আলম, যুবনেতা মোঃ জসিম উদ্দিন, শাহজাহান হাওলাদার,ইঞ্জিনিয়ার শাহজালাল,সাইফুল্লাহসহ আরো অনেকে।
এক সংক্ষিপ্ত বক্তব্যে মালয়েশিয়া বিএনপির নেতৃবৃন্দ বলেন, আজ স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিচিকিৎসার ব্যবস্থার আদেশ না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আরেকদিকে জননেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফরমায়েসি রায়ের সাজা দিয়েছেন। এর মুল কারণ হলো গণতন্ত্র ও জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে হলে জিয়া পরিবারকে ধ্বংস করতে হবে।
তারা বলেন, আওয়ামী লীগ শহীদ জিয়াকে ভয় পায়। তারা যেখানে ব্যার্থ, শহীদ জিয়া সেখানে সফল। আর এজন্যই জনগণের হৃদয়ে তাঁর স্থান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশালের ধ্বংস স্তুপের ওপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলেই আওয়ামী লীগ আজ স্ব নামে রাজনীতি করতে পারছে।
সবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ ও কারা মুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।