জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাড্ডা ও মোহাম্মদপুরে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১২ পিএম, ২০ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:৩১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আধুনিক বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর বিএনপি'র উদ্যোগে বাড্ডা ও মোহাম্মদপুর এলাকায় গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহবায়ক জনাব আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব জনাব আমিনুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি'র যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক টিম প্রধান মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক টিম প্রধান মোয়াজ্জেম হোসেন মতিসহ স্থানীয় নেতৃবৃন্দ।