তারাকান্দায় অসহায় ও দুস্থদের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৬ পিএম, ২০ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:২৬ পিএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ময়মনসিংহের তারাকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৬ তম জন্মদিন উপলক্ষে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল এবং এতিম, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে ঈদগা মাঠ প্রাঙ্গণে তারাকান্দা উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকির সভাপতিত্বে বিতরণ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এ সময় উপজেলা ছাত্রদলে যুগ্ম আহবায়ক এ.এইচ.এম জুয়েল, রিয়াদ মন্ডল, মোবারক, শফি মন্ডল, ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির উপস্থিত ছিলেন।