সরিষাবাড়ীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৯ পিএম, ২০ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:১২ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
জামালপুরের সরিষাবাড়ীতে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি'র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৬ তম জন্মবার্ষিকী পালন করেছে উপজেলা বিএনপি।
গতকাল বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আঃ আওয়াল, উপজেলা যুবদলের আহবায়ক ফয়েজুল কবীর তালুকদার শাহীন, সদস্য সচিব রবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব সোলায়মান কবীর চপল, পৌর ছাত্রদলের আহবায়ক সবুজ, সদস্য সচিব মানিক প্রমুখ।
সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনায় ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।