জিয়াউর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে সন্দ্বীপে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০০ পিএম, ২০ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:৪৫ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পূণ:প্রবর্তক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক, আধুনিক বাংলাদেশের রুপকার সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবনেতা নিঝুঁম খানের নেতৃত্বে দোয়া মাহফিল ও সাবেক ছাত্রনেতা, ঢাকা মহানগর উত্তর আদাবর থানা যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক 'রফি উদ্দীন ফয়সাল' এর পৃষ্ঠপোষকতায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এ সময় উপস্থিত ছিলেন, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ও চট্গ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নিঝুম খান, সন্দ্বীপ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দীন কমিশনার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি নুরুল আবছার ও কামরুল হাসন, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহীদুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নাট্য সম্পাদক মোঃ মনির, মুছাুুপুর যুবদল নেতা মাইন শিকদার, মো মামুন রহমতপুর ইউনিয়ন যুবদল নেতা, মো দিদার, পৌর যুবদল নেতা মো শাইফুল, হারামিয়া ইউনিয়ন যুবদল নেতা মো বাবর, মো ছোট্টন, মাইটভাঙ্গা ইউনিয়ন যুবদল নেতা আকরাম, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবাযক ওয়াজেদ অনিক, আমিন রসুল, সাকিব, আকাশসহ সন্দ্বীপ উপজেলার প্রত্যেক ইউনিটের যুবদল নেতৃবৃন্দ।