জিয়াউর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫০ পিএম, ২০ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:১০ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দল পৃথক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মান্নান ফিরোজ, পৌর আহবায়ক মাসুম আহমেদ, পৌর সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, যুগ্ম আহবায়ক আব্দুল হালিম, পারভেজ পাঠান, মীর আকিব সহ থানা ও পৌর নেতৃবৃন্দ।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্তার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল ও তার পরিবারের জন্য দোয়া করা হয়।