শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা ছাত্রদল উত্তরের খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৯ পিএম, ২০ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:৩১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে, মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি'র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে "ঢাকা জেলা ছাত্রদল উত্তর" এর পক্ষ থেকে এতিমখানার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনায় ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।
এ সময় ঢাকা জেলা ছাত্রদল উত্তর এর প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন- বর্তমান অবৈধ, অগণতান্ত্রিক, ভোটার বিহীন নিশিরাতের সরকার অমানবিকভাবে আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নজরবন্দী করে রেখে বিদেশে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে। ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে, দুর্বার আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠন করা হবে এবং আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃত কর্মের মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের জনগণের হৃদয়ে যে নাম লিখেগেছেন সেই নাম কোন অপশক্তি মুছে ফেলতে পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুগে-যুগে অমর হয়ে রবে আপামর জনসাধারণের মস্তিষ্কে। আমরা ছাত্রদল অতন্দ্র প্রহরীর ন্যায় রাজপথে রয়েছি। ইনশাহআল্লাহ আমরা অন্যায়ের বিরুদ্ধে জীবন বাজী রেখে সকল পপরিস্থিতি মোকাবেলা করবো।