ঈশ্বরদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১২ পিএম, ২০ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:০৫ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঈশ্বরদীতে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার (১৯ জানুয়ারি) ঈশ্বরদী আটঘরিয়ার গণমানুষের নেতা সাবেক ছাত্রনেতা সাবেক জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক বর্তমান ঈশ্বরদী উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাকারিয়া পিন্টু দিকনির্দেশনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা বিএনপি’র আহবায়ক আহসান হাবীব এর সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ফজলুর রহমান এর সঞ্চালনায়, ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল এর উদ্যোগে, ঈশ্বরদী ঐতিহ্যবাহী ব্রাদার্স ক্লাব মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।