শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫২ পিএম, ১৯ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:৩০ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
কুষ্টিয়ায় জেলা বিএনপির উদ্যেগে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহবায়ক বশিরুল আলম চাঁদের সভাপতিত্বে ভার্চুয়ালে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
আরো বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিমুল হাসান অপু, ধর্মীয় বিষয়ক সম্পাদক শফিউল আলম টিটু, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব রেজাউল করিম রেজা, জেলা কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলুল করিম ফরহাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক বকুল আলী, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দিপু, মোঃ সুমন ইসলাম, শহর শ্রমিকদলের সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু আলী, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম আন্টু, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি, সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ।
মেহেদী রুমী বলেন, দেশ আজ স্বৈরাচারের দাসত্বের শৃঙ্খলে বন্দী। এই অবৈধ সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দিনের ভোট রাতে এবং খুন গুম হত্যা হামলা মামলা নির্যাতন করে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। যিনি ৭১ সালে মহান স্বাধীনতার ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো না, আবার ৭৫ সালে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। জিয়া ছিলেন স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আজ স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে।
সোহরাব উদ্দিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিচিকিৎসার ব্যবস্থার আদেশ না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আরেকদিকে জননেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফরমায়েসি রায়ের সাজা দিয়েছেন। এর মুল কারণ হলো গণতন্ত্র ও জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে হলে জিয়া পরিবারকে ধ্বংস করতে হবে। আমরা দেখেছি দেশে গণতন্ত্র নাই, মানুষ হত্যা করা হচ্ছে, চুরি ডাকাতি করে দেশের অর্থ লুণ্টন করা হচ্ছে তখন এগুলো ধামাচামা দেয়ার জন্য তারা বিদেশে ১৪ বছর ধরে লবিস্ট নিয়োগ করেছে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশনেত্রী, গণতন্ত্রের মাতা, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। করোনায় আক্রান্ত বিএনপির মহাসচিবসহ সকল নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করা হয়।