বগুড়ার শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩১ পিএম, ১৯ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:১৫ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উদযাপন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শেরপুর উপজেলা ও শহর শাখার উদ্যোগে আজ ১৯ জানুয়ারী (বুধবার) বাদ যোহর উপজেলার রণবীরবালা ঘাটপাড় এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপি'র সিমিয়র যুগ্ম আহ্বায়ক কে, এম মাহবুবার রহমান হারেজ, সাবেক সদস্য সচিব, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার, বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুল, শহর বিএনপির আহ্বায়ক ইছাহাক আলী সরকার, শেরপুর পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ন-আহবায়ক কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জুয়েল, শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী মন্ডল, শেরপুর পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, সিনিয়র যুগ্ম আাহ্বায়ক তরিকুল ইসলাম সম্রাট, যুবদল নেতা আশেক মাহমুদ রোমান, সবাইদুল ইসলাম, সাফিউল আলম সবুজ, সাহিনুর ইসলাম সাহিন, সাব্বির আলম নোটন, উপজেলা ছাত্রদল নেতা রাফি আল আমিন, আসাদুজ্জামান পলাশ প্রমুখ।