'আ'লীগ দু:শাসন ও মানবাধিকার লঙ্ঘন আড়াল করতে বিদেশে লবিষ্ট নিয়োগ করেছে' - প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৪ পিএম, ১৯ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৫৫ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
আওয়ামীলীগ সরকার তার দুঃশাসন এবং মানবাধিকার লঙ্ঘন আড়াল করতে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে, যা দুর্নীতির নামান্তর বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
জনগণের সরকার কায়েম করে এই দুর্নীতির বিচার করা হবে জানিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ শহীদ জিয়াকে ভয় পায়। তারা যেখানে ব্যার্থ,শহীদ জিয়া সেখানে সফল। আর এজন্যই জনগণের হৃদয়ে তাঁর স্থান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশালের ধ্বংস স্তুপের ওপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলেই আওয়ামী লীগ আজ স্ব নামে রাজনীতি করতে পারছে। তাদের নূন্যতম কৃতজ্ঞতাবোধ নাই বলেই তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করছে।
এ সময় বিএনপি নেতা প্রিন্স আরও বলেন, শহীদ জিয়ার রাজনীতির পথ ধরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের সুখে দুঃখে তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
আজ বুধবার বিকেলে হালুয়াঘাট উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর ছাত্রদল আয়োজিত স্থানীয় তাহফিজুল কোরআন মাদরাসায় দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরে মাদরাসা শিক্ষার্থী ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম, আসলাম মিয়া বাবুল প্রমূখ।
একই ইস্যুতে ময়মনসিংহ নগরীতে দোয়া মাহফিল করে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছে ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা ছাত্রদল।