শাজাহানপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া’র জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১০ পিএম, ১৯ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ১১:৫৬ পিএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সন্ধায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বজলুর রহমান নিলু, আহবায়ক কমিটির সদস্য আলী হায়দার তোতা, এনামুল হক শাহীন, আবু শাহিন সানি, আজিজুর রহমান বিদ্যুৎ, হারেজ উদ্দিন, আনোয়ার হোসেন, প্রভাষক মহাতাব হোসেন সন্টু, সাখাওয়াত হোসেন, শাহিনুর রহমান, মাঝিড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুল আজাদ, আশেকপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ইদ্রিস আলী সাকিদার, খরনা ইউনিয়ন বিএনপির আহবায়ক হাফিজার রহমান কাজল, বিএনপি নেতা আব্দুল মান্নান, রফিকুল ইসলাম, হাই সিদ্দিকী রনি, নুরুন্নবী সোনার, দেলোয়ার হোসেন, মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, যুগ্ম-আহবায়ক সাজেদুর রহমান সাজু, যুবদল নেতা আতাহার আলী কাইয়ুম, আরমান হোসেন, ছাত্রদল নেতা মামুন, মহিলাদল নেত্রী জোসনা বেগম প্রমুখ। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডল।