রংপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫১ পিএম, ১৯ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:০৮ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
রংপুরে গনতন্ত্র পুনুরুদ্ধার ও বেগম জিয়াকে মুক্ত করার শপথ নিয়ে বিএনপি‘র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ লক্ষ্যে মহানগর ও জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ সহোযোগী সংগঠন সমূহ নানা কর্মসূচী পালন করে।
আজ বুধবার বিকেলে মহানগর ও জেলা বিএনপি‘র যৌথ উদ্দ্যেগে গ্র্যান্ডহোটেলস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি‘র সিনিয়র সহ সভাপতি সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা বিএনপি‘র সাধারন সম্পাদক রইচ আহম্মেদ, মহানগর বিএনপি‘র সহ সভাপতি সুলতান আলম বুলবুল, সাধারণ সম্পাদক সইদুল ইসলাম মিজু, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান লাকু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সহ সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, মহিলা দল সাধারণ সম্পাদক আরজানা বেগম, মহানগর যুবদল যুগ্ম সম্পাদক রাজিব চৌধুরী, সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, মহানগর কৃষক দল আহবায়ক শাহ নেওয়াজ লাবু, জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মোস্তাফিজুর রহমান বিপু, মহানগর তাতী দলের আহবায়ক সাহেদ ইকবাল, সদস্য সচিব এমএম আলম পান্না, জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুল, সিঃ সহ সভাপতি মাহাবুব হোসেন সুমন, সহ সভাপতি নোমান হোসেন, দপ্তর সম্পাদক দুলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ ও কারা মুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অনুরুপ ভাবে জেলা যুবদল সহ অন্যান্য অঙ্গ ও সহোযোগী সংগঠন পৃথক পৃথক কর্মসূচী পালন করে। জেলার সকল উপজেলাতেও শহীদ জিয়ার জন্মবার্ষিকী বিএনপি ও অঙ্গসংগঠন গুলো বিপুল উৎসাহ আর উদ্দীপনায় গভীর শ্রোদ্ধার সাথে পালন করেছে।