শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে চৌগাছায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৬ পিএম, ১৯ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৩৩ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
যশোরের চৌগাছায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলা কৃষকদল ও যুবদলের উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি নেতা খাইরুল ইসলাম, শহিদুল ইসলাম, জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক ফুল মিয়া, উপজেলা কৃষকদল নেতা আজগার আলী, শাহানুর রহমান শাহিন, মনিরুল ইসলাম, মধু মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, যুবনেতা ইঞ্জিঃ রাজু আহমেদ, কামরুল ইসলাম, হুমায়ুন কবির, মাসুম বিল্লাহ, এম ইলিয়াস হোসেন, কামাল হোসেন, জসিম উদ্দিন, উজ্জল হোসেন, নাজমুল ইসলাম, মফিজুর রহমান, রানা মাহমুদ, মোঃ রাজু, তুষার আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল আমিন, মোঃ আব্দুল্লাহ, ছাত্রনেতা সবে কদর, আশিকুর রহমান, আজিমুল ইসলাম, বুরুজ, বাবু বিশ্বাস, আরিফুর রহমান, মোঃ বাবু, টিপু সুলতান, রাজিব হাসান, সাগরসহ কৃষকদল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন পাঁচনামনা পৌর জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ শাহীনুর রহমান শাহিন।