জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মীর হেলাল এর কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০১ পিএম, ১৯ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ১০:২০ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টায় হাটহাজারী পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাটহাজারীর প্রাণপুরুষ ব্যারিস্টার মীর হেলাল এর পক্ষ থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
হাটহাজারী পৌরসভা বিএনপি'র আহবায়ক মোহম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন পৌরসভা বিএনপির নেতা ওহিদুল আলম, থানা ছাত্রদলের আহবায়ক তরিকুল হাসান তকি, পৌরসভা কৃষক দলের আহবায়ক আব্দুল মান্নান দৌলত, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন খালেক, পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ হেলাল, বিএনপি নেতা হারুন, পৌরসভা ছাত্রদলের আহবায়ক রকি,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খোরশেদ মেহেদী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা শুনে মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ১৯৭৫ সালে মানুষ যখন আবারো দিশাহারা তখন জিয়াকে বন্দীদশা থেকে মুক্ত করে ক্ষমতায় অধিষ্ঠিত করেন জনতা।
জিয়াউর রহমানের রাজনীতি ছিল কৃষকের আইলে আইলে, সাধারণ মানুষের বস্তিতে বস্তিতে। তাইতো জিয়াউর রহমানকে এখনো সাধারন মানুষ এত ভালবাসেন।
আমাদের হাটহাজারীর অভিভাবক বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মীর হেলাল হাটহাজারীর গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আজ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার পক্ষ থেকে আমরা এই কম্বল বিতরণ করছি।
পরে স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করে মোনাজাত করা হয়।