রূপগঞ্জে শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৫ পিএম, ১৯ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০২:০৫ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে যৌথভাবে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা করেছে রূপগঞ্জ উপজেলা যুবদল ও ছাত্রদল।
আজ বুধবার বিকেল ৪টায় রূপগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ নব গ্রাম এমদাদুল উলুম এবতেদিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ জিয়ার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। শহীদ জিয়া যদি স্বাধীনতার ঘোষণা না পাঠ করতেন আজও আমরা পরাধীন হয়ে থাকতাম। এদেশে যে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল তার হাত ধরেই এদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল। অথচ স্বাধীনতার ৫০ বছর পরেও আজ আমাদের দেশের মানুষ অসহায়, দেশের মানুষের গণতন্ত্র হরণ করে আজ এক দল, এক ব্যক্তির দেশে পরিণত হয়েছে।
উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আবু মো মাসুম, আজিম সরকার, কাজী শামিম, মেহেদি হাসান রিপন, রাজিব হাসান, মাইনুল ইসলাম সুরুজ, সাদিকুর রহমান, মশিউর রহমান রুমি, হাবিজুল ইসলাম, আলী আকবর মোল্লা, শরিফুল ইসলাম, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম সোহান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান মাহমুদ, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব আকিব হাসান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাসিম হোসেন প্রিন্স, মো সোহেল, মারুফ মোল্লা, নাহিদ শরীফ, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় যুগ্ম আহবায়ক আঃ রহিম, হিমেল মাহমুদ, সজিব মিয়া, কামরুল ইসলাম পাপ্পু, আবদুল্লাহ মিয়া, কাঞ্চন পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়সাল মিয়া প্রমুখ।